ইসমে মুরাব (ٱلِاسْمُ ٱلْمُعْرَبُ) এর পরিচয় :
আভিধানিক অর্থ : مُعْرَب শব্দটি اِسْم مَفْعُولٍ এর সীগাহ, এটি বাবে اِفْعَالٌ এর মাসদার । এর অর্থ হলো- প্রকাশ করা ।
পারিভাষিক অর্থ : যে ইসম অন্য শব্দের সাথে যুক্ত হয় এবং আমর হাজেরে মা’রফ, ফেলে মাঝি, হরফ এর সাথে সামঞ্জস্য রাখে না, তাকে ইসমে মুরাব বলা হয় ।
ইসমে মুরাব এর প্রকারভেদ :
ইসমে মুরাব (اسْمُ ٱلْمُعْرَبُ) প্রধানত ১৬ প্রকার। যথা –
১। الْمُفْرَدُ الْمُنْصَرِفُ الصَّحِيْحُ
২। الْمُفْرَدُ الْمُنْصَرِفُ الْجَارِيْ مَجْرَى الصَّحِيْحِ
৩। الْجَمْعُ الْمُكَسَّرُ الْمُنْصَرِفُ
৪। الْجَمْعُ الْمُؤَنَّثُ السَّالِمُ
৫। غَيْرُ الْمُنْصَرِفِ
৬। الْأَسْمَاءُ السِّتَّةُ مَعَ الشَّرَائِطِ
৭। اِثْنَانِ ও اِثْنَتَانِ
৮। كِلَا ও كِلْتَا
৯। الْجَمْعُ الْمُذَكَّرُ السَّالِمُ
১০।أُولُوْ
১১। عِشْرُوْنَ হতে تِسْعُوْنَ
১২।الْاِسْمُ الْمَقْصُوْرُ
১৩। غَيْرُ الْجَمْعِ الْمُذَكَّرِ السَّالِمِ الْمُضَافِ إِلَى يَاءِ الْمُتَكَلِّمِ
১৪। الْاِسْمُ الْمَنْقُوْصُ
১৫। الْجَمْعُ الْمُذَكَّرُ السَّالِمُ الْمُضَافُ إِلَى يَاءِ الْمُتَكَلِّمِ
১৬। المُثَنَّى
আরও পড়ুন : ইরাব (إِعْرَابٌ) কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ সহ
ইসমে মু’রাবের হুকুম :
ইসমে মুরাব – এর হুকুম হচ্ছে পূর্ববর্তী আমিল-এর পরিবর্তনের কারণে ঐ ইসম এর শেষ অক্ষরের ইরাব এ পরিবর্তন সাধিত হয়।
ইরাব এর এ পরিবর্তন দু’ভাবে হতে পারে :
১। اِخْتِلَافٌ لَفْظِي তথা শাব্দিক পরিবর্তন : যেমন-
- جَاءَنِي زَيْدٌ- (আমার কাছে যায়েদ এসেছে)।
- رَأَيْتُ زَيْدًا -(আমি যায়েদকে দেখেছি)।
- مَرَرْتُ بِزَيْدٍ -(আমি যায়েদের সাথে গিয়েছি) ।
এখানে লক্ষণীয়, زَيْدٌ শব্দটির শেষাক্ষরে পূর্বে جَاءَ আমিল আসার কারণে ( زَيْدٌ) দু’পেশ, আবার زَيْدًا আসার কারণে ( زَيْدًا) দু’যবর আবার ب হরফে জর আসার কারণে ( بِزَيْدٍ) দু’যের হয়েছে।
زَيْدٌ-এর পূর্বের عَامِل-এর পরিবর্তনের কারণে زَيْد শব্দের ইরাব এরূপ পরিবর্তন সাধিত হয়েছে, বাহ্যিকভাবে যা দেখা যায় ।
২। اِخْتِلَافٌ تَقْدِيرِي – গোপনীয় পরিবর্তন : যেমন-
- جَاءَنِي مُوسَى – (আমার কাছে মুসা এসেছে)।
- رَأَيْتُ مُوسَى – (আমি মুসাকে দেখেছি)।
- مَرَرْتُ بِمُوسَى – (আমি মুসার সাথে গিয়েছি।)
আলোচ্য উদাহরণসমূহেمُوسَى শব্দের প্রথমে جَاءَ (পেশ প্রদানকারী) আমিল, رَأَيْتُ (যবর প্রদানকারী) আমিল, بِ (যের প্রদানকারী) আমিল আসা সত্ত্বেও বাহ্যিকভাবে مُوسَى এর পরিবর্তন হয়নি। তবে গোপনীয়ভাবে পরিবর্তন হয়েছে বলে মেনে নেয়া হয়।
আরও পড়ুন : ইসম (اِسْمٌ) অর্থ, সংজ্ঞা, প্রকারভেদ, আলামত ও উদাহরণ সমূহ