হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

যাব আমি তোমার দেশে কবিতার মূলভাব ও নামকরণ

যাব আমি তোমার দেশে কবিতার মূলভাব :

‘যাব আমি তোমার দেশে” কবিতাটি কবি জসীম উদ্দীনের ‘ধানক্ষেত কাব্য থেকে সংকলিত। এই কবিতায় কবি আদরের পল্লী দুলালের দেশে অর্থাৎ গ্রামে যেতে চেয়েছেন।

পল্লী গ্রাম। প্রকৃতি যেন তাকে ঘিরে রেখেছে। তার বনের শীর্ষে আকাশ, পায়ের কাছে দিক- হারা মাঠ। সেখানে বেত-কেয়ার বলে ডাহুক ডাকে। সেখানে ধান কাউনের ক্ষেতের ভেতর দিয়ে সরু সূতার মত দীর্ঘ বাঁকা পথ চলে গেছে। সেই পথে গায়ের মেয়ে কদমকলি চড়িয়ে হেঁটে চলে।

কবি সেই পথে যাবেন পল্লী দুলালের দেশে। তারপর পাড়ার দস্যু ছেলেদের সাথে খেলা করবেন, ধল দীঘিতে সাঁতার কেটে রক্ত কমল তুলে আনবেন মাটিতে পা ফেলে তিনি হাঁটবেন । পাখীর সাথে ডাকবেন । অজানা ফুলের রূপ দেখে মুগ্ধ হবেন।

আরও পড়ুন : যাব আমি তোমার দেশে কবিতার MCQ (জ্ঞানমূলক–উচ্চতর দক্ষতা)

পল্লী দুলালের কাঁধে হাত রেখে উদাস বেশে তিনি ঘুরে বেড়াবেন । গাছের শাখা দুলিয়ে হাজার রঙের ফুল তুলবেন। যে ঘাটে পল্লী বালারা কলসী ভরে পানি নেয় সেই ঘাটের পাশে রেখে আসবেন ফুলের মালা- তার পর সন্ধ্যা নামবে। চারদিকে আঁধার আসবে ঘনিয়ে নিরালা নিঝুম অন্ধকারে কবি পল্লী দুলালের সাথে পল্লী মায়ের অপরূপ সৌন্দর্য অন্বেষণ করবেন ।

যাব আমি তোমার দেশে কবিতার নামকরণ :

“যাব আমি তোমার দেশে’ কবিতার নামকরণের সার্থকতা : নামকরণ হচ্ছে সাহিত্যের দর্পণ। নামকরণের মধ্য দিয়েই শিল্পরীতির যথার্থ পরিচয় ফুটে ওঠে। একটি সুন্দর মানানসই নামের ওপর সাহিত্যকর্মের বক্তব্য বিষয়ের অধিকতর পরিস্ফুটন ঘটে ।

একটি সার্থক সুন্দর শিরোনামের মাধ্যমে একদিকে যেমন রচনার মূল বক্তব্য স্পষ্ট হয়ে ওঠে, অন্যদিকে তেমনি পাঠক মনকেও আকৃষ্ট করতে পারে। সাহিত্যের নামকরণ একটি বিশেষ শিল্প । নামকরণের গুরুত্ব প্রকাশ করতে গিয়ে ইংরেজ মনীষী ক্যাভেন্ডিস বলেন-A beautiful name is better than a lot of wealth.

আরও জানুন : কপোতাক্ষ নদ কবিতার মূলভাব/বিষয়বস্তু এবং নামকরণ

কবি পল্লী প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে বারবার আদরের পল্লী দুলালের দেশ বা পল্লীগ্রামে যেতে চেয়েছেন। এই কবিতায় উদ্দেশ্য করে বলেছেন ‘যাব আমি তোমার দেশে’। এতে পুরো কবিতায় কবির পল্লীগ্রামে যাওয়ার তীব্র বাসনা প্রোজ্জ্বল হয়ে ওঠে। পল্লী প্রকৃতির অনুপম ও বিচিত্র দৃশ্যাবলি যেন সৌন্দর্যের খনি। পল্লী প্রকৃতির সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে সেখানে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষাই কবিতায় প্রাধান্য পেয়েছে।

সুতরাং অন্তর্নিহিত তাৎপর্যের আলোকে কবিতাটির নামকরণ “যাব আমি তোমার দেশে’ সুন্দর, সার্থক ও যথার্থ হয়েছে।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment