হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

ফেরা কবিতার মূলভাব, নামকরণ ও mcq

পোস্ট সূচিপত্র সমূহ

ফেরা কবিতার মূলভাব :

বাংলা সাহিত্যের উজ্জ্বল প্রতিভা, গবেষক, শিক্ষাবিদ ও বিদগ্ধ পণ্ডিত সৈয়দ আলী আহসান। তাঁর অন্যতম কবিতা ‘ফেরা’। এ কবিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কবির অনুভূতি ও অভিজ্ঞতার শৈল্পিক এবং সাহিত্যমণ্ডিত বক্তব্য প্রকাশ পেয়েছে। মুক্তিযুদ্ধকালে কবি কেন ও কিভাবে দেশ ত্যাগ করেছেন এবং ফিরে এসে কী দেখেছেন তারই ভাষাচিত্র অঙ্কিত হয়েছে কবিতার পরতে পরতে।

এই কবিতায় কবি প্রবাস যাপন থেকে স্বদেশে ফিরে আসার অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। কবি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগদানের উদ্দেশ্যে দেশত্যাগ করেছিলেন। জনশূন্য সুদীর্ঘ পথে অনবরত চক্রাকারে ভ্রমণরত ছিলেন। এ সময় তাঁকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘপথ। কবি বলতে চেয়েছেন, তিনি এই সময় কোথায় ছিলেন, কেন ছিলেন, কি অবস্থায় ছিলেন। কবি দেখেছেন তাঁর পৃথিবীতে অনন্ত আগুন জ্বলছে। তিনি দেখেছেন নদীতে, বনভূমিতে মানুষের অসংখ্য লাশ।

আরও জানুন : দুরন্ত আশা কবিতার মূলভাব/বিষয়বস্তু/ সারমর্ম এবং নামকরণ

মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি দিচ্ছে দীর্ঘপথ। হৃদস্পন্দন যেমন জীবনের অস্তিত্ব ঘোষণা করে তেমনি একটি স্বাধীন দেশের অধিবাসী হিসেবে নতুন করে কবি নিজের অস্তিত্ব উপলব্ধি করছেন। তিনি আত্মীয়-স্বজন, প্রতিবেশী সকলকে হারিয়েছেন। কিন্তু বিনিময়ে পেয়েছেন স্বাধীন বাংলাদেশ, যা তিনি হৃদয়ে ধারণ করেছেন।

ফেরা কবিতার নামকরণ :

‘ফেরা’ কবিতার নামকরণের সার্থকতা : নামকরণ সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। নামকরণের মধ্য দিয়ে একদিকে যেমন কবিতার বিষয়বস্তু স্পষ্ট হয়ে ওঠে, তেমনি একটি সুন্দর নাম পাঠকচিত্তকে আকর্ষণ করতে পারে। সাহিত্যের নামকরণ একটি বিশেষ আর্ট বা কলা ।

বিখ্যাত ইংরেজ মণীষী ক্যাভেন্ডিস বলেছেন- “A beautiful name is more valuable than a lot of wealth” অর্থাৎ একটি সুন্দর নাম একগাদা সম্পদের চেয়ে অধিকতর শ্রেয়। তাই নামকরণের গুরুত্ব অনেক।

রচনার প্রকৃতি অনুসারে নামকরণ করতে হয়। সাধারণত বিষয়বস্তু, মূল বক্তব্য, কেন্দ্রীয় চরিত্র, ভাববস্তু বা অন্তর্নিহিত তাৎপর্যের ওপর ভিত্তি করে রচনার নামকরণ করা হয়ে থাকে। কবি নিজ মাতৃভূমি স্বাধীন করার জন্য যুদ্ধ করতে বের হয়েছেন। এসময় তিনি নদী, অরণ্য, দুঃখ-কষ্ট, সাগর পার হয়ে হাজির হলেন যুদ্ধে।

আরও জানুন : জীবন বিনিময় কবিতার mcq(জ্ঞান,অনুধাবন,প্রয়োগ, উচ্চতর দক্ষতা)

তিনি নদীতে, পথে-প্রান্তরে, বনে-পর্বতে হাজার হাজার লাশ পড়ে থাকতে দেখেছেন। অবশেষে তিনি যখন দেশে ফেরেন তখন তাঁর আত্মীয়-স্বজন সব হারিয়েছেন। কিন্তু তিনি পেয়েছেন একটি স্বাধীন দেশ আর তিনি তা হৃদয়ে ধারণ করেছেন। এদিক থেকে বিচার বিশ্লেষণ করলে উপজীব্য বিষয়কে কেন্দ্র করে মূল বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে কবিতাটিতে।

সুতরাং কবিতায় কবি দেশে ফিরে আসার পর তাঁর অভিজ্ঞতাকে প্রকাশ করেছেন । তিনি বিষয়বস্তুর সঙ্গে প্রকাশ ভঙ্গির ভাষা ও ভাবের প্রকৃত বন্ধন সৃষ্টি করেছেন। এদিক থেকে কবিতার নাম ‘ফেরা’ সুন্দর সার্থক ও যথার্থ হয়েছে।

জ্ঞানমূলক প্রশ্ন (১-২৪)

১. ফেরা কবিতায় কবি কোথায় ফিরে আসতে চেয়েছেন?

  • ক) নিজের দেশে
  • খ) নিজের গ্রামে
  • গ) নিজ শহরে
  • ঘ) নিজের দেশের নদীর কাছে

✓ উত্তর: ক) নিজের দেশে

২. সময়ের গভীরে ডুব দিয়ে কবি কী পেয়েছেন?

  • ক) অনেক মণিমুক্তা
  • খ) ধনসম্পদ
  • গ) স্বাধীনতাপ্রাপ্ত স্বদেশভূমিকে
  • ঘ) প্রিয়জনদের

✓ উত্তর: গ) স্বাধীনতাপ্রাপ্ত স্বদেশভূমিকে

৩. সৈয়দ আলী আহসান কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন?

  • ক) ১৯৪০ সালে
  • খ) ১৯৪২ সালে
  • গ) ১৯৪৩ সালে
  • ঘ) ১৯৪৪ সালে

✓ উত্তর: ঘ) ১৯৪৪ সালে

৪. সৈয়দ আলী আহসান কোন বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন?

  • ক) বাংলা সাহিত্যে
  • খ) ইংরেজি সাহিত্যে
  • গ) গণিত শাস্ত্রে
  • ঘ) রসায়ন শাস্ত্রে

✓ উত্তর: খ) ইংরেজি সাহিত্যে

৫. ‘ফেরা’ কবিতায় কবি কী বলেছেন?

  • ক) নিজের গল্প
  • খ) মুক্তিযুদ্ধের গল্প
  • গ) প্রবাস জীবনের গল্প
  • ঘ) মুক্তিযোদ্ধদের কাহিনী

✓ উত্তর: খ) মুক্তিযুদ্ধের গল্প

৬. অনেক মৃত মানুষ কোথায় ছিল?

  • ক) গ্রামে
  • খ) শহরে
  • গ) নদীতে ও বনভূমিতে
  • ঘ) পথে ঘাটে

✓ উত্তর: গ) নদীতে ও বনভূমিতে

৭. ‘এবং আরও অনেক মানুষ শুধু হাঁটছিল’- কী রূপে হাঁটছিল?

  • ক) দ্রুততার সাথে
  • খ) ধীরগতিতে
  • গ) অনবরত
  • ঘ) শ্রান্তক্লান্তভাবে

✓ উত্তর: গ) অনবরত

৮. অবশেষে ফিরে এসে কবি কী পেয়েছেন?

  • ক) নতুন হৃদয়
  • খ) প্রিয়জনদের
  • গ) অনেক ধনসম্পদ
  • ঘ) দেশের মানুষকে

✓ উত্তর: ক) নতুন হৃদয়

৯. ‘অনির্বাণ’ শব্দের অর্থ কী?

  • ক) যা কখনো নেভে না
  • খ) চির প্রবহমান
  • গ) প্রদীপের নাম
  • ঘ) চিরন্তন

✓ উত্তর: ক) যা কখনো নেভে না

১০. ‘এখানে যদিও কেউ নেই’- কোথায়?

  • ক) কাশ্মীরে
  • খ) পাকিস্তানে
  • গ) ভারতে
  • ঘ) বাংলাদেশে

✓ উত্তর: ঘ) বাংলাদেশে

১১. ‘ফেরা’ কবিতাটির লেখক কে?

  • ক) কাজী নজরুল ইসলাম
  • খ) সৈয়দ আলী আহসান
  • গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ) ফররুখ আহমদ

✓ উত্তর: খ) সৈয়দ আলী আহসান

১২. সৈয়দ আলী আহসান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

  • ক) ১৯২২
  • খ) ১৯৪৪
  • গ) ১৯৪০
  • ঘ) ১৯৭১

✓ উত্তর: ক) ১৯২২

১৩. সৈয়দ আলী আহসান রচিত ‘ফেরা’ কোন জাতীয় রচনা?

  • ক) কাব্য
  • খ) ভাব
  • গ) কাহিনী
  • ঘ) উপন্যাস

✓ উত্তর: গ) কাহিনী

১৪. ‘আবর্তিত’ শব্দের অর্থ কী?

  • ক) ঘিরে রাখা
  • খ) ঘূর্ণমান
  • গ) ঢেকে রাখা
  • ঘ) জনশূন্য

✓ উত্তর: খ) ঘূর্ণমান

১৫. সৈয়দ আলী আহসান কীসের পরিচালক ছিলেন?

  • ক) করাচি বিশ্ববিদ্যালয়ের
  • খ) জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের
  • গ) বাংলা একাডেমীর
  • ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের

✓ উত্তর: গ) বাংলা একাডেমীর

১৬. কবিতার প্রধান বাহন কী?

  • ক) ভাব
  • খ) ভাষা
  • গ) চিত্রকল্প
  • ঘ) সংলাপ

✓ উত্তর: ক) ভাব

১৭. কত বছর বয়সে সৈয়দ আলী আহসান মৃত্যুবরণ করেন?

  • ক) ৮০ বছর বয়সে
  • খ) ৭৪ বছর বয়সে
  • গ) ৭০ বছর বয়সে
  • ঘ) ৮৪ বছর বয়সে

✓ উত্তর: ক) ৮০ বছর বয়সে

১৮. ‘অনেক আকাশ’ ও ‘একক সন্ধ্যায় বসন্ত’ কোন ধরনের রচনা?

  • ক) নাটক
  • খ) কাব্যগ্রন্থ
  • গ) ছোট গল্প
  • ঘ) উপন্যাস

✓ উত্তর: খ) কাব্যগ্রন্থ

১৯. ‘জীবনের কোমল কম্পনকে ধরে রাখবার জন্য এখানে যদিও কেউ নেই।’ চরণ দু’টি কোন কবিতার অংশ?

  • ক) হামদ
  • খ) দূরন্ত আশা
  • গ) জীবন বিনিময়
  • ঘ) ফেরা

✓ উত্তর: ঘ) ফেরা

২০. ‘অবশেষে ফিরে এলাম’। কে ফিরে এসেছেন?

  • ক) কবি
  • খ) মুক্তিযোদ্ধা
  • গ) পাক বাহিনী
  • ঘ) সাধারণ মানুষ

✓ উত্তর: ক) কবি

২১. ‘ফেরা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?

  • ক) একক সন্ধ্যায় বসন্ত
  • খ) অনেক আকাশ
  • গ) সৈয়দ আলী আহসান রচনাবলি
  • ঘ) আমার প্রতিদিনের শব্দ

✓ উত্তর: গ) সৈয়দ আলী আহসান রচনাবলি

২২. সৈয়দ আলী আহসান কোথায় জন্মগ্রহণ করেন?

  • ক) যশোর জেলার নোয়ালী গ্রামে
  • খ) মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে
  • গ) বগুড়া জেলার শ্রীপুর গ্রামে
  • ঘ) ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে

✓ উত্তর: খ) মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে

২৩. ‘ফেরা’ কবিতাটি কোন পটভূমিতে রচিত?

  • ক) ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে
  • খ) ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের পটভূমিতে
  • গ) ১৯৭০ সালের নির্বাচনের পটভূমিতে
  • ঘ) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে

✓ উত্তর: ঘ) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে

২৪. সৈয়দ আলী আহসান কোথায় তাঁর কর্মজীবন শুরু করেন?

  • ক) তদানীন্তন ‘অল ইন্ডিয়া রেডিও’র কর্মকর্তা হিসেবে
  • খ) বাংলা একাডেমীর পরিচালক হিসেবে
  • গ) করাচী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে
  • ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে

✓ উত্তর: ক) তদানীন্তন ‘অল ইন্ডিয়া রেডিও’র কর্মকর্তা হিসেবে

অনুধাবনমূলক প্রশ্ন (২৫-৪৮)

২৫. ‘পরিত্যক্ত সময়ের সাড়া’ বলতে কবি বুঝিয়েছেন-

  • ক) যে সময় অতিবাহিত হয়েছে
  • খ) শেষ হয়ে যাওয়া সময়কে
  • গ) অতিক্রান্ত সময়কে
  • ঘ) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়কে

✓ উত্তর: ঘ) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়কে

২৬. সৈয়দ আলী আহসান নদীতে বনভূমিতে কী দেখেছেন?

  • ক) অসংখ্য মানুষ
  • খ) অসংখ্য লাশ
  • গ) শত্রুসেনা
  • ঘ) মুক্তিসেনা

✓ উত্তর: খ) অসংখ্য লাশ

২৭. ‘ফেরা’ কবিতায় কিসের বর্ণনা দেয়া হয়েছে?

  • ক) প্রবাস জীবন থেকে স্বদেশে প্রত্যাবর্তনের অভিজ্ঞতা
  • খ) সদ্য স্বাধীনতা প্রাপ্ত স্বদেশ ভূমিতে ফিরে আসার কথা
  • গ) নিরাপদ আশ্রয়ের কথা
  • ঘ) সুদীর্ঘ আবর্তিত চরণচিহ্নহীন পথের কথা

✓ উত্তর: ক) প্রবাস জীবন থেকে স্বদেশে প্রত্যাবর্তনের অভিজ্ঞতা

২৮. ‘এবং অনেক মৃত মানুষ ছিল নদীতে’- মৃত মানুষগুলো কোথাকার?

  • ক) ভারতের
  • খ) বাংলাদেশের
  • গ) পাকিস্তানের
  • ঘ) কাশ্মীরের

✓ উত্তর: খ) বাংলাদেশের

২৯. কবি কেমন পথে হেঁটেছেন?

  • ক) বন্ধুর পথে
  • খ) সুদীর্ঘ আবর্তিত চরণচিহ্নহীন পথে
  • গ) মসৃণ সমান্তরাল পথে
  • ঘ) আঁকাবাঁকা সর্পিল পথে

✓ উত্তর: খ) সুদীর্ঘ আবর্তিত চরণচিহ্নহীন পথে

৩০. ‘একটি নতুন হৃদয় পেয়েছি’- বলতে কবি বুঝিয়েছেন-

  • ক) সদ্য স্বাধীনতা প্রাপ্ত স্বদেশভূমিকে
  • খ) হারিয়ে যাওয়া প্রিয়জনকে
  • গ) শুকিয়ে যাওয়া মাতৃভূমির নদীকে
  • ঘ) পরিত্যক্ত বাসস্থানকে

✓ উত্তর: ক) সদ্য স্বাধীনতা প্রাপ্ত স্বদেশভূমিকে

৩১. বাংলাদেশ স্বাধীনতা লাভ করে-

  • ক) ১৯৭০ সালে
  • খ) ১৯৭১ সালে
  • গ) ১৯৭৩ সালে
  • ঘ) ১৯৭২ সালে

✓ উত্তর: খ) ১৯৭১ সালে

৩২. বাতাসের মধ্যে ঘুরে দাঁড়ালে কিসের সাড়া কবির কানে বাজে?

  • ক) পরিত্যক্ত সময়ের সাড়া
  • খ) স্বদেশের আহ্বান
  • গ) প্রিয়জনদের সাড়া
  • ঘ) যুদ্ধের উন্মত্ততা

✓ উত্তর: ক) পরিত্যক্ত সময়ের সাড়া

৩৩. ‘কিন্তু আমার সবকিছু আছে’- কবি কখন একথা বললেন?

  • ক) দেশ শত্রুমুক্ত হওয়ার পর
  • খ) দেশত্যাগের সময়
  • গ) প্রবাসে অবস্থান কালে
  • ঘ) মুক্তিযুদ্ধের সময়

✓ উত্তর: ক) দেশ শত্রুমুক্ত হওয়ার পর

৩৪. কবি যেভাবে তাঁর স্বদেশকে পেলেন-

  • ক) মুক্তিযুদ্ধের মাধ্যমে
  • খ) ত্যাগের মাধ্যমে
  • গ) সময়ের অনেক গভীরে ডুব দিয়ে
  • ঘ) প্রিয়জনদের আত্মত্যাগের মাধ্যমে

✓ উত্তর: গ) সময়ের অনেক গভীরে ডুব দিয়ে

৩৫. ‘আমি আমার স্বদেশকে পেয়েছি’ এখানে স্বদেশ বলতে যে দেশকে বুঝানো হয়েছে-

  • ক) পূর্ব পাকিস্তান
  • খ) পূর্ব বাংলা
  • গ) বাংলাদেশ
  • ঘ) পাকিস্তান

✓ উত্তর: গ) বাংলাদেশ

৩৬. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে বলা হয়-

  • ক) মুক্তিযোদ্ধা
  • খ) সংগ্রামী জনতা
  • গ) নির্যাতিত গণমানুষ
  • ঘ) প্রতিবাদী কণ্ঠ

✓ উত্তর: ক) মুক্তিযোদ্ধা

৩৭. সৈয়দ আলী আহসানের রচনায় যার সমন্বয় ঘটেছে-

  • ক) মুক্তিযুদ্ধের চেতনা
  • খ) দেশাত্মবোধ
  • গ) ঐতিহ্যচেতনা, সৌন্দর্যবোধ ও দেশপ্রেম
  • ঘ) মানবিকতা

✓ উত্তর: গ) ঐতিহ্যচেতনা, সৌন্দর্যবোধ ও দেশপ্রেম

৩৮. ‘হুইট ম্যানের কবিতা’ যার রচনা-

  • ক) শামসুর রহমানের
  • খ) সৈয়দ আলী আহসানের
  • গ) মাইকেল মধুসূদন দত্তের
  • ঘ) কাজী নজরুল ইসলামের

✓ উত্তর: খ) সৈয়দ আলী আহসানের

৩৯. অনেক মানুষ অনবরত হাঁটছিল-

  • ক) নিরাপদ আশ্রয়ের জন্য
  • খ) চাকরির খোঁজে
  • গ) খাদ্যের সন্ধানে
  • ঘ) প্রিয়জনদের ডাকে

✓ উত্তর: ক) নিরাপদ আশ্রয়ের জন্য

৪০. ‘চরণচিহ্নহীন পথ’ বলতে বোঝানো হয়েছে-

  • ক) সীমানাচিহ্নহীন পথ
  • খ) দিকহীন পথ
  • গ) জনশূন্য পথ
  • ঘ) অন্ধকার পথ

✓ উত্তর: গ) জনশূন্য পথ

৪১. ১৯৭১ সালের কত তারিখে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে?

  • ক) ২৫ মার্চ
  • খ) ২৬ মার্চ
  • গ) ১৪ ডিসেম্বর
  • ঘ) ১৬ ডিসেম্বর

✓ উত্তর: ঘ) ১৬ ডিসেম্বর

৪২. বাংলাদেশ পূর্বে কোন দেশের অধীনে ছিল?

  • ক) পাকিস্তানের
  • খ) পূর্ববাংলার
  • গ) পশ্চিম বাংলার
  • ঘ) ভারতের

✓ উত্তর: ক) পাকিস্তানের

৪৩. কবি সৈয়দ আলী আহসান কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন?

  • ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের
  • খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
  • গ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
  • ঘ) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের

✓ উত্তর: খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের

৪৪. সৈয়দ আলী আহসান যে বিশেষ খেতাবে ভূষিত হন-

  • ক) মুক্তিযোদ্ধা
  • খ) বীরপ্রতীক
  • গ) জাতীয় অধ্যাপক
  • ঘ) বীরউত্তম

✓ উত্তর: গ) জাতীয় অধ্যাপক

৪৫. ‘পথহীন ঘন অরণ্যের মধ্যে হেঁটেছি’- এখানে পথহীন ঘন অরণ্যের দ্বারা বোঝানো হয়েছে-

  • ক) গহীন জঙ্গলকে
  • খ) বন্ধুর পথকে
  • গ) যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে
  • ঘ) সংকটময় অবস্থাকে

✓ উত্তর: গ) যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে

৪৬. জীবনের কোমল কম্পনাকে ধরে রাখার জন্য কবি পেয়েছেন-

  • ক) একটি নতুন হৃদয়
  • খ) বাংলাদেশকে
  • গ) প্রিয়জনদের
  • ঘ) আত্মীয় স্বজনদের

✓ উত্তর: ক) একটি নতুন হৃদয়

৪৭. কবি সৈয়দ আলী আহসান দেশ ত্যাগ করেছিলেন-

  • ক) পাকহানাদার বাহিনীর অত্যাচারে
  • খ) ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগদানের উদ্দেশ্যে
  • গ) চাকরিতে যোগদানের উদ্দেশ্যে
  • ঘ) বিদেশ ভ্রমণের জন্য

✓ উত্তর: খ) ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগদানের উদ্দেশ্যে

৪৮. সৈয়দ আলী আহসান মৃত্যুবরণ করেন-

  • ক) ২০০২ সালে
  • খ) ২০০৬ সালে
  • গ) ২০০১ সালে
  • ঘ) ২০০৫ সালে

✓ উত্তর: ক) ২০০২ সালে

প্রয়োগমূলক প্রশ্ন (৪৯-৬১)

৪৯. ‘ফেরা’ কবিতাটির উপজীব্য-

  • ক) ৭১-এর মুক্তিযুদ্ধ
  • খ) ৬৯-এর গণঅভ্যুত্থান
  • গ) ৫২-এর ভাষা আন্দোলন
  • ঘ) ৭০-এর নির্বাচন

✓ উত্তর: ক) ৭১-এর মুক্তিযুদ্ধ

৫০. ‘ফেরা’ কবিতায় ভাব প্রকাশের প্রধান বাহন-

  • ক) রক্তক্ষয়ী বাংলাদেশ
  • খ) মুক্তিযুদ্ধ
  • গ) গণ আন্দোলন
  • ঘ) ভাষা আন্দোলন

✓ উত্তর: ক) রক্তক্ষয়ী বাংলাদেশ

৫১. ‘ফেরা’ কবিতাটির পটভূমি-

  • ক) ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  • খ) ১৯৫৭ সালের সিপাহী বিপ্লব
  • গ) ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম
  • ঘ) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান

✓ উত্তর: গ) ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম

৫২. ‘ফেরা’ কবিতায় কবির কাছে অধিক তাৎপর্যপূর্ণ-

  • ক) জাতির রক্ত লেখায় নির্মিত বাংলাদেশ
  • খ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  • গ) শহীদের আত্মত্যাগ
  • ঘ) রাজাকারের আস্ফালন

✓ উত্তর: খ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ

৫৩. ‘ফেরা’ কবিতায় কবির ভাব প্রকাশের প্রধান বাহন-

  • ক) কবির আনন্দ
  • খ) কবির স্মৃতি
  • গ) কবির বেদনা
  • ঘ) কবির অবসাদ

✓ উত্তর: খ) কবির স্মৃতি

৫৪. ‘ফেরা’ কবিতার নামকরণ ‘ফেরা’ এর পরিবর্তে ‘মুক্তিযুদ্ধ’ রাখা হলে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?

  • ক) বিষয়বস্তু
  • খ) নিসর্গপ্রীতি
  • গ) মূলভাব
  • ঘ) সৌন্দর্যবোধ

✓ উত্তর: গ) মূলভাব

৫৫. ‘পথহীন ঘন অরণ্যের মধ্যে হেঁটেছি এবং সুদীর্ঘ আবর্তিত পথে। আবর্তিত পথ বলতে লেখক কী বুঝিয়েছেন?

  • ক) ঘূর্ণমান
  • খ) খোলা পথ
  • গ) অরণ্যে ঢাকা পথ
  • ঘ) পথ নেই

✓ উত্তর: ক) ঘূর্ণমান

৫৬. ‘একটা সাড়া কানে বাজে’ কী সাড়া?

  • ক) পরিত্যক্ত সময়ের সাড়া
  • খ) আবর্তিত পথের সাড়া
  • গ) চরণচিহ্নহীন সাড়া
  • ঘ) স্বদেশের সাড়া

✓ উত্তর: ক) পরিত্যক্ত সময়ের সাড়া

৫৭. ‘সৈয়দ আলী আহসান ১৯২২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।’ -এ চিত্রকল্পে ফুটে ওঠা নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?

  • ক) আঠার শতক
  • খ) বিশ শতক
  • গ) উনিশ শতক
  • ঘ) একুশ শতক

✓ উত্তর: খ) বিশ শতক

৫৮. “সৈয়দ আলী আহসান ২০০২ সালে মৃত্যুবরণ করেন।” -এ চিত্রকল্পে ফুটে ওঠা সময়ের দিক থেকে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?

  • ক) উনিশ শতকের সমাপ্তি
  • খ) বিশ শতকের সমাপ্তি
  • গ) বিশ শতকের সূচনা
  • ঘ) একুশ শতকের সূচনা

✓ উত্তর: ঘ) একুশ শতকের সূচনা

৫৯. ‘ফেরা’ কবিতার নামকরণ যে যুক্তিতে ‘মুক্তিযুদ্ধ’ রাখা যায়-

  • ক) স্থাপত্যকলা
  • খ) স্বাধীনতার চেতনা
  • গ) বীরপ্রতীকদের স্মরণ
  • ঘ) স্বাধীনতা যোদ্ধাদের স্মরণ

✓ উত্তর: খ) স্বাধীনতার চেতনা

৬০. ‘অনির্বাণ’ শব্দটির গঠন প্রক্রিয়া হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?

  • ক) প্রত্যয়যোগে গঠিত শব্দ
  • খ) সন্ধির সাহায্যে গঠিত শব্দ
  • গ) উপসর্গযোগে গঠিত শব্দ
  • ঘ) বিভক্তি যোগে গঠিত শব্দ

✓ উত্তর: গ) উপসর্গযোগে গঠিত শব্দ

৬১. ‘আমি আমার স্বদেশকে পেয়েছি’- এ পঙক্তিতে ফুটে ওঠা ভাব অনুযায়ী নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?

  • ক) বাংলাদেশের স্বাধীনতা
  • খ) বাংলাদেশের মানুষের সংগ্রাম
  • গ) বাংলাদেশের নবজাতি
  • ঘ) বাংলাদেশের নিরীহ মানুষ

✓ উত্তর: ক) বাংলাদেশের স্বাধীনতা

উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন (৬২-৭২)

৬২. সময়ের অনেক গভীরে ডুব দিয়ে কবি কী উপলব্ধি করলেন?

  • ক) স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য মানুষের প্রাণান্ত প্রচেষ্টা
  • খ) মানুষের অসহায়তা
  • গ) বাংলাদেশের দুর্বিষহ রূপ
  • ঘ) পাকহানাদার বাহিনীর বর্বরতা

✓ উত্তর: ক) স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য মানুষের প্রাণান্ত প্রচেষ্টা

৬৩. ‘একটি নতুন হৃদয় পেয়েছি’ উদ্ধৃতিটি কার?

  • ক) শামসুর রহমানের
  • খ) সৈয়দ আলী আহসানের
  • গ) সুকান্ত ভট্টাচার্যের
  • ঘ) ফররুখ আহমদের

✓ উত্তর: খ) সৈয়দ আলী আহসানের

৬৪. ‘ফেরা’ কবিতায় নিম্নলিখিত শব্দগুলো ব্যবহৃত হয়েছে-

  • ক) উচ্ছ্বাস, অবাক
  • খ) অনির্বাণ, আগুন
  • গ) ছারখার, হঠাৎ
  • ঘ) অকস্মাৎ, স্তব্ধ

✓ উত্তর: খ) অনির্বাণ, আগুন

৬৫. ‘ফেরা’ কবিতায় নিম্নলিখিত শব্দগুলো ব্যাকরণের নিয়মে গঠিত-

  • ক) হিমালয়, উচ্ছ্বাস
  • খ) বনভূমি, অনির্বাণ
  • গ) সোনালি, রঙিন
  • ঘ) হৃদয়, স্বদেশ

✓ উত্তর: খ) বনভূমি, অনির্বাণ

৬৬. ‘ফেরা’ কবিতায় কবি মূলভাবটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির সার্থক প্রয়োগের মাধ্যমে?

  • ক) স্থাপত্যকলা
  • খ) স্বাধীনতার চেতনা
  • গ) বীরপ্রতীকদের স্মরণ
  • ঘ) স্বাধীনতা যোদ্ধাদের স্মরণ

✓ উত্তর: খ) স্বাধীনতার চেতনা

৬৭. ‘ফেরা’ কবিতায় নিচের কোন শব্দটির মাধ্যমে ব্যাকরণের কর্মধারয় সমাস ব্যবহার করা হয়েছে?

  • ক) অনির্বাণ
  • খ) বনভূমি
  • গ) কোমল কম্পন
  • ঘ) পরিত্যক্ত

✓ উত্তর: গ) কোমল কম্পন

৬৮. কবি পাকহানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞ কোন শব্দাবলির ব্যবহার করার মাধ্যমে উপস্থাপন করেছেন?

  • ক) আমার পৃথিবী ধুলো হয়েছিল
  • খ) অনির্বাণ আগুন
  • গ) জীবনের কোমল কম্পন
  • ঘ) গাছ থেকে আলো সরে গিয়েছিল

✓ উত্তর: খ) অনির্বাণ আগুন

৬৯. ‘ফেরা’ কবিতায় বাংলাদেশের স্বাধীনতাকে কবি কোন দৃষ্টিকোণ থেকে অবলোকন করেছেন?

  • ক) গভীর অনুভবে
  • খ) বিচিত্র দৃষ্টিকোণ থেকে
  • গ) বিষয়বস্তুর আলোকে
  • ঘ) কবিতার উপজীব্য হিসেবে

✓ উত্তর: খ) বিচিত্র দৃষ্টিকোণ থেকে

৭০. সৈয়দ আলী আহসানের ‘ফেরা’ কবিতার বক্তব্যে নিম্নলিখিত চিত্র পাওয়া যায়-

  • ক) অনবরত হাঁটছিল
  • খ) অনির্বাণ আগুন মৃত্যুহীন প্রাণ
  • গ) কোমল কম্পন হৃদয়
  • ঘ) নতুন প্রাণের জাগরণ

✓ উত্তর: ক) অনবরত হাঁটছিল

৭১. ‘ফেরা’ কবিতায় ব্যবহৃত ‘বনভূমি’ একটি সমাসবদ্ধ পদ। এর ব্যাসবাক্য হলো-

  • ক) বনের ভূমি
  • খ) বন ও ভূমি
  • গ) বনের মাঝে ভূমি
  • ঘ) বন সংক্রান্ত ভূমি

✓ উত্তর: ক) বনের ভূমি

৭২. ‘ফেরা’ কবিতায় কবি মূলভাবটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির মাধ্যমে?

  • ক) যথার্থ চিত্রকল্প চয়ন
  • খ) চরিত্র চিত্রণ
  • গ) কবিতার আঙ্গিক গঠন
  • ঘ) ভাব গাম্ভীর্য

✓ উত্তর: ক) যথার্থ চিত্রকল্প চয়ন


শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment