ছুটির জন্য আবেদন পত্র-১০টি।স্কুল,চাকরি,অফিস,শিক্ষক,নৈমিত্তিক

যারা পড়াশোনা করেন বা চাকরি করেন অনেকেই হয়তো জানেন না যে বিদ্যালয়ে বা অফিসে কিভাবে ছুটির জন্য আবেদন পত্র বা দরখাস্ত লিখতে হয়। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে খুব সহজে যে কোন ধরণের ছুটির আবেদন পত্র লিখতে হয়। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে।

ছুটির জন্য আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম :

কোন প্রতিষ্ঠানে যদি আপনি ছুটির আবেদন করতে চান হোক সেটা স্কুল, কলেজ, কিংবা অফিস তাহলে প্রথমেই আপনাকে জানতে হবে ছুটির জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয় এবং কি কি বিষয় উল্লেখ্য করতে হয়। সেজন্য আপনাদের সামনে ১০ টি উদাহরণ নিচে উল্লেখ করা হলো। এগুলি ফলো করলেই আশা করি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেকোনো ধরনের ছুটির আবেদনপত্র লিখতে পারবেন।

স্কুল ছুটির জন্য আবেদন পত্র

তারিখ : ৬ জুন, ২০২…ইং
বরাবর,
প্রধান শিক্ষক
হেমনগর উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল৷
বিষয় : ৪র্থ ঘণ্টার পর স্কুল ছুটির জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন। এই যে, আজ বিকেলে আমাদের স্কুল মাঠে থানা আন্তঃস্কুল ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আমাদের স্কুল ফুটবল টীম ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাই আমরা এ চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি উপভোগ করতে চাই।

অতএব, জনাব সমীপে আকুল প্রার্থনা, আজ ৪র্থ ঘণ্টার পর আমাদের স্কুল ছুটি ঘোষণা করে ছাত্র-শিক্ষক সবাইকে ফুটবল খেলাটি দেখার সুযোগ দানে বাধিত করবেন।

বিনীত নিবেদক
আপনার একান্ত বাধ্যগত
হেমনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রবৃন্দ।

চাকরির ছুটির জন্য আবেদন পত্র

তারিখ : ৮ মার্চ, ২০২…ইং
বরাবর,
ম্যানেজার সাহেব
সোনালী ব্যাংক লি.
প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা।
বিষয় : ছুটির জন্য আবেদন।

জনাব,
সবিনয় বিনীত নিবেদনএই যে, আমি আপনার অত্র প্রতিষ্ঠানের একজন ক্যাশ অফিসার হিসেবে কর্মরত রয়েছি। আগামী ১০মার্চ আমার ছোট বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। তাই ৯মার্চ হতে ১২মার্চ পর্যন্ত এই ৪দিন আমি ছুটি গ্রহণ করতে ইচ্ছুক।

অতএব, মহোদয়ের নিকট আমার আকুল প্রার্থনা, আমাকে উক্ত ৪দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

বিনীত নিবেদক,
মো : কামরুল ইসলাম
ক্যাশ অফিসার
সোনালী ব্যাংক লি.
মতিঝিল, ঢাকা।

আরও পড়ুন : শিক্ষকের কাছে এক/দুই/তিন/চার/পাঁচ দিনের ছুটির জন্য আবেদন পত্র

অফিস থেকে ছুটির জন্য আবেদন পত্র

তারিখ : ১২ এপ্রিল, ২০২…ইং
বরাবর,
ব্যবস্থাপনা পরিচালক
সেলিম ট্রেডিং কর্পোরেশন
২১, গুলশান অ্যাভিনিউ, ঢাকা-১২১২
বিষয় : ছুটির জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদনএই যে, আমি আপনার অত্র প্রতিষ্ঠানের একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমার আব্বু অসুস্থ থাকার কারণে আমাকে গ্রামের বাড়ি যেতে হচ্ছে। এজন্য আমার ১৩এপ্রিল হতে ১৭এপ্রিল পর্যন্ত ৫দিনের ছুটি অত্যন্ত প্রয়োজন।

অতএব, জনাবের নিকট আমার আকুল প্রার্থনা, আমাকে উক্ত ৫দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

বিনীত নিবেদক,
মো : নজরুল ইসলাম
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
সেলিম ট্রেডিং কর্পোরেশন

শিক্ষক ছুটির জন্য আবেদন পত্র

তারিখ : ১১ জুন, ২০২…ইং
বরাবর,
প্রধান শিক্ষক
শলিয়াবহ জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়
ঘাটাইল, টাঙ্গাইল।
বিষয় : ছুটির জন্য আবেদন।

জনাব,
সবিনয় বিনীত নিবেদনএই যে, আমি আবুল কাশেম আপনার বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমার মা ভীষণ অসুস্থ। তাই মাকে ঢাকার একটি বড় হাসপাতালে নিয়ে যেতে চাই। এজন্য আমার ১২জুন থেকে ১৪জুন পর্যন্ত ৩দিনের ছুটি অত্যন্ত প্রয়োজন।

অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন, অনুগ্রহ পূর্বক আমাকে উক্ত ৩দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

বিনীত নিবেদক,
মো : আবুল কাশেম
সহকারী শিক্ষক
শলিয়াবহ জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়

নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র

২৯শে আগস্ট ২০২…ইং
মাননীয়
প্রধান শিক্ষক
এ. কে. উচ্চ বিদ্যালয়
দনিয়া, ঢাকা ।
বিষয় : নৈমিত্তিক ছুটির জন্য আবেদন ।

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, হঠাৎ অসুস্থতার কারণে আমি গত ২৬-০৮-২০১৮ হতে ২৮-০৮-২০১৮ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি । অসুস্থতা সম্পর্কে চিকিৎসকের প্রমাণপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করা হলো ।

অতএব, মহোদয়ের কাছে প্রার্থনা আমাকে উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন ।

নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্রী
স্নিগ্ধা
দশম শ্রেণি
রোল নং- ০১
এ. কে. উচ্চ বিদ্যালয়
দনিয়া, ঢাকা
…………………….
অভিভাবকের প্রতিস্বাক্ষর

আরও পড়ুন : অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির দরখাস্ত

অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র

তাং: ০৫/৭/২০২…ইং
বরাবর,
প্রধান শিক্ষক
মোমিনপুর সরকারি উচ্চবিদ্যালয়
বিষয় : অগ্রিম ছুটির জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আগামী মাসের প্রথম সপ্তাহে বড় বোনের বিবাহের দিন ধার্য হয়েছে। তাই আমি ০৬-৭-২০২…ইং হতে ০৮-৭-২০২..ইং পর্যন্ত বিদ্যালয় উপস্থিত হতে পারব না।

অতএব, বিনীত প্রার্থনা আমাকে উক্ত দিনের অগ্রিম ছুটি দানে বাধিত করিবেন।

নিবেদক,
আপনার অনুগত ছাত্রী
ফারজানা আক্তার
দশম শ্রেণী
রোল নং-১৫

বিনা বেতনে ছুটির জন্য আবেদন পত্র

তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২..ইং
বরাবর,
ব্যবস্থাপনা পরিচালক
বাবর ট্রেডিং কর্পোরেশন
বিষয় : বিনা বেতনে ছুটির জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি রায়হান খন্দকার আপনার প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমি কয়েকদিন যাবত অসুস্থতায় ভুগছি। আমি আমার চিকিৎসার জন্য ১১ফেব্রুয়ারী থেকে ১৩ফেব্রুয়ারী পর্যন্ত বিনা বেতনে ছুটি গ্রহণ করতে চাই।

অতএব, জনাবের নিকট আমার বিনীত অনুরোধ আমাকে বিনা বেতনে উক্ত দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক
মো: রায়হান খন্দকার
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বাবর ট্রেডিং কর্পোরেশন

ঈদের ছুটির জন্য আবেদন পত্র

তারিখ : ২৬ মার্চ২০২..ইং
বরাবর,
ব্যবস্থাপনা পরিচালক
মোস্তফা মাল্টি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ
বিষয় : ঈদের ছুটির জন্য আবেদন ।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি হাবিব শিকদার আপনার প্রতিষ্ঠানে মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছি। আমি ঈদুল ফিতর পরিবারের সাথে গ্রামে উদযাপন করতে চাই। এজন্য আমি ২৭শে মার্চ হতে ৩১শে মার্চ পর্যন্ত ৫দিন ছুটি গ্রহণ করতে ইচ্ছুক।

অতএব, জনাবের নিকট আমার বিনীত অনুরোধ আমাকে উক্ত ঈদের ৫ দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক
মো: হাবিব শিকদার
মার্কেটিং ম্যানেজার
মোস্তফা মাল্টি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ
আরও পড়ুন : বোনের বিবাহ উপলক্ষে তিন দিনের অগ্রিম ছুটির জন্য আবেদন(৩টি)

পরীক্ষার ছুটির জন্য আবেদন পত্র

তারিখ : ১ডিসেম্বর ২০২..ইং
মাননীয়,
বিভাগ প্রধান
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
বিষয় : পরীক্ষার জন্য ছুটির আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আনিসুল হক আপনার প্রতিষ্ঠানে প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছি। আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩ডিসেম্বর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হইবে। তাই আমার ২ডিসেম্বর থেকে ৮ডিসেম্বর পর্যন্ত ৭দিনের ছুটি প্রয়োজন ।

অতএব, জনাবের নিকট আমার বিনীত অনুরোধ আমাকে উক্ত ৭ দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

বিনীত নিবেদক
মো: আনিসুল হক
প্রোডাকশন ম্যানেজার
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

ছুটির জন্য আবেদন পত্র মাদ্রাসা

তারিখ : ২০/১০/২০২… ইং
বরাবর
অধ্যক্ষ সাহেব ,
সিদলাই দারুল ইসলাম সিনিয়র মাদরাসা,
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা ।
বিষয় : শারীরিক অসুস্থতার কারণে ছুটির আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, অদ্য মাদরাসায় উপস্থিত হওয়ার অল্পক্ষণ পর থেকে আমি অসহ্য মাথা ব্যথা এবং জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থতাবোধ করছি। এরূপ অসহ্য ব্যথা নিয়ে সঠিকভাবে পাঠে মনোযোগ দেয়া আমার পক্ষে সম্ভব নয় ।

অতএব, বিনীত প্রার্থনা, আমাকে তিনদিনের ছুটি প্রদান করে বাধিত করবেন।

বিনীত নিবেদক-
আপনার একান্ত অনুগত ছাত্র
আবিদুর রহমান
দাখিল অষ্টম শ্রেণী, ক্রমিক নং ২।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment